ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলা ভাষা

আলম মাহবুব
বাংলা ভাষা

আগুন পোড়া ক্ষত বুকে নিয়ে আজ বাংলা ভাষা

গন্ধ রেণু ছড়ায় পৃথিবীর হাটে হাটে

রোদ রাঙা ভোরের আলো

আড়মোড়া ভেঙে

ভাষার জলছবি আঁকে ফুলবনে।

এইসব অনুভূতির আশ্বাসে মুগ্ধ চোখ

দুপুরের অন্ধকারে উদার হয়।

জীবনের সাতকাহনে-

প্রথম প্রেমের মতোন বসন্ত আসে

একতারায় টুংটাং আওয়াজে নদী উজায়

ভাষার গানে স্বপ্ন দেখে ধূসর চোখ।

রফিক সালাম বরকত জব্বারের রক্তে-ভেজা বর্ণমালা জেগে থাকে জুঁইফুলে।

আর মানুষের বারেবারে তীব্র ডাক আসে

স্বাধীনতার লাল বারুদে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত