একটু না হয় ভাবতেই দিও
আমার মতো করে তোমায়,
দেখার ছলে হারাবে কেন
অবুঝ এই দেহ তন্ত্র!
হৃদয়ের পথে চলেতে চলতে
পাবে সেই অন্তঃকরণ,
খোঁজতে হয়তো হবে না আর
দেহ নামক তন্ত্রকে।
দেহ তন্ত্র যাবে একদিন মাটির
সেই সিন্ধুকে,
পরেই রইবে তোমার কর্ম সুন্দর
এই ভুবন মায়াই।
তা-ই তো বলি একটু না হয়
ভাবতেই দাও,
মিথ্যে মায়ার পূজার ভূবন
রঙের ঢঙ্গে যাবে ক’দিন!
কৈশোর বুঝি এই তো গেল
গোনার দিন যে যাচ্ছেই চলে,
মায়ার এই জীবন তরে
আমায় একটু ভাবতেই দাও।