ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঠুনকো

রায়হান উল্লাহ
ঠুনকো

১.

শরীর বলে তর

মন বলে সর,

শরীর বলে পর

মন বলে ঘর।

শরীর মনের দ্বন্দ্ব

মনশরীরে কবন্ধ।

২.

কবিতা জমাট মাথায়

কবিতা কপাট খাতায়,

কবিতা মলাট গাঁথায়

কবিতা ললাট পাতায়।

৩.

চারদিকে হুতাশন

সময়ের শবাসন,

কথাদের ফিউশন

ব্যথাতুর অনশন।

৪.

নগর মনের ধার ধারে না

তবু ভুল কথন ভাষায়,

বহর জনের ধার ধারে না

তবু ফুল যতন আশায়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত