আহা, জীবনের পথ ধরে
হেঁটে যায় সময়,
সূর্য দিগন্তে হারিয়ে গেলে
থেমে যায় ক্ষণ।
প্রার্থনা হৃদয় পরিপূর্ণ হোক শুদ্ধতায়
বসন্ত আসুক ভালোবাসায় পূর্ণ হয়ে।
জরা ঘৃণা আর অশুভ
হারিয়ে যাক, অচেনা নদীর ওপারে।
আল মাহমুদ থেকে মাহমুদ দারবিশ
কবির কলম হোক শোষিত মানুষের।
কবিরা জীবনের জয়গানে
হারিয়ে দিক জরাগ্রস্ত পৃথিবী।