ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

প্রেমের ফুল

অনুরূপ আইচ
প্রেমের ফুল

আমি নতুন করে স্বপ্ন দেখি

স্বপ্নপূরণ হবে না জেনেই

আমি নতুন করে প্রেমে পড়ি

আশা পূরণ হবে না, মেনেই।

মানুষ নাকি আশায় বাঁধে ঘর!

আমার আশায় গুড়ে বালি’র জাগে নতুন চর।

এ মন তবু আশার বাণী শুনে

যাচ্ছে নতুন স্বপ্নের জাল বুনে

আমার প্রেমের ফুল ফুটবে আগামী ফাল্গুনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত