বিশ্বাস যখন করেছো হরণ।
থেমে গেলো তখন চরণ।
ভাঙনের খেলা তুমি খেলেছ যখন।
তার জন্য হয়তো তোমার সামনে
উল্কা-পিণ্ডের মত ঝুলে থাকতে পারব না,
চাঁদ হয়ে আলো দিতে আসব না
যখন দেখব কনকনে শীতে,
একটু তাপের জন্য বক হয়ে তুমি
শিমুলের ডালে বসে আছো,
তখন সূর্য হয়ে তাপ দিতেও আসব না।
ঝর্না ধারায় মতো হয়তো ঝড়তে পারব না,
হয়তো পানির মতো গড়াগড়ি দিতেও আসব না।
তোমার জন্য হয়তো পিঁপড়ের মতো,
দলবেঁধে মাটিতে নিঃশেষও হবো না।
তোমাকে পাওয়ার জন্য হয়তো
পাখি হয়ে আকাশে উড়বো না।
চাতক পাখি যেমন একফোঁটা
পানির জন্য পরম তৃষ্ণাকে
আঁকড়ে ধরে পড়ে থাকে,
তুমি যদি সেই চাতক পাখি হও
সে জন্য বৃষ্টি হয়ে ঝরবো না।
তুমি যদি জলন্ত কাঠ হও
তবে, তোমার জন্য
কলমিলতার মতো নরম হবো না।
তুমি যদি তরঙ্গ হও তবে-
তোমার জন্য সমদ্র হবো না।
যেটুকু তোমার জন্য পারব
সেটুকু হলো!
একফোঁটা অশ্রু ঝরাতে পারব।
এছাড়া আমার অবশিষ্ট কিছু নেই।