দ্বীপ সরকার
প্রণয়ে বাঁধা পড়া দিনরাত
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাত্র একটি ঘটনার কারণেই আটকা পড়ে আছি ‘প্রণয়’
শাড়ির আঁচলে আর কতদিন চুপসে থাকি
বউ বলে ‘ঘরে নয়া বউ, বাইরে যেও না গো’
চারটি তৃষ্ণার্ত চোখ ডুবে গেছে আদিমগ্রহের দিকে
স্বীকারগ্রস্থ দুঃখমালাকে আঁকড়ে ধরে আছি দু’জন
কিছু ছ্যাঁকা খাওয়া অভিজ্ঞতা নিয়ে আমরা কথা বলি
ভেতরে ভেতরে পুড়ে যাই শুধু রাত চাই, শুধু রাত চাই
দিনেও দু-একবার ডুবে যাই নাভীমূলে চন্দ্রগ্রহণ দেখি