ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শাহমুব জুয়েল

উর্বর মাটির পিতা

উর্বর মাটির পিতা

কোটি উদরের দায় নিয়ে দাঁড়ায়

রাত বিরাতে আলে বসে কব্জি গাড়ে

ধীরে ধীরে পাতাগুলো দখিনা হাওয়ায় নড়ে

শিশিরভেজা রোদ্দুর সিঁথিকাটা মাঠে

শরীরের রক্তে মিহিত শস্যদানা

ঝরঝর ঘামে সোনালি উচ্ছ্বাস...

চকচকে হাসি ঝরে যায়

এধারে ওধারে টানে হিসাব মেলে না

ক্ষোভে-অভিমানে হাল ছেড়ে দেয়...

পেটের রাজধানী ধানের মাঠ

গ্রাম হবে শহর কৃষকের কী হবে?

ঝগড়াঝাটি অনর্গল

আঁটি বাঁধা ধান ইঁদুর টেনে নেয়।

শ্যামল পিতা কথাহীন ঘরে মাথা খুঁড়ে

দাঁড়কাকের চিৎকারে গাঁয়ের জানালা বন্ধ হয়ে যায়...

হস্তজাদুতে উদর ভাসে মা হাসে

তিনি জানেন ভাত আমার প্রিয় খাবার...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত