সৈয়দ শাহনুর আহমদ

যুদ্ধ বিধবা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দুই সন্তানের জনক ছিলেন

যুদ্ধে গেলেন চলে।

ঘরে ফিরবেন যুদ্ধ শেষে

দেশ মুক্ত হলে।

মুক্তিবাহিনীর শক্ত যুদ্ধে

দেশ তো স্বাধীন হলো

মুক্তিকামী অনেক যোদ্ধা

ঘরেও ফিরে এলো।

তামিম তান্নার প্রিয় বাবা

এলো না আর ফিরে

যুদ্ধবিধবা মা জননী

কাঁদেন বসে নীড়ে।

তামিম যখন জিজ্ঞেস করে

বাবা ছিলেন কেমন

ওই জননীর শোকের ব্যথায়

শ্বাস রুদ্ধ হয় তখন।