ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রাণ-প্রকৃতি ও মায়ার কবিতা

প্রাণ-প্রকৃতি ও মায়ার কবিতা

কবি সুলতানা ফিরদৌসীর বই A Girl Has No Name (এ গার্ল হ্যাজ নো নেইম)। কবিতার এ বইটিতে কবি প্রকাশ করেছেন প্রকৃতির অন্যন্য এক মায়ার খেলা। বলা যায়, পাঠক এ বইয়ের কবিতায় প্রকৃতিকে খুঁজে পাবেন অন্য এক রূপে। আর প্রকৃতির পাশাপাশি আছে নারীজীবনের সত্যতা স্বীকারবিষয়ক কিছু কবিতা। এসব কবিতায় পাঠক পাবেন নারী জীবনের নানা বিষয়। এছাড়া এ বইয়ের কবিতায় কবি পাঠককে ভালোবাসার বিভিন্ন রূপের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। অন্যদিকে বইটির কিছু কবিতা বাস্তবতার নিরিখে সেতুবন্ধনের চেষ্টাও করেছে। আবার কিছু কবিতায় আছে প্রকৃতি ও মানুষের নানা দিক। সব মিলিয়ে বইটির প্রতিটি কবিতায় পাঠাক পাবেন মানুষ, প্রেম ও প্রকৃতির

নানা স্বরূপ।

বইটি প্রকাশ করেছে ক্রিয়েট স্কাই। প্রচ্ছদ করেছেন মো. নাজমুল হক বাপ্পী। ৬৪ পৃষ্ঠার এ বইটির দাম ৫০০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত