পেলে

পীযূষ কান্তি বড়ুয়া

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

(সদ্য প্রয়াত ফুটবলের রাজা পেলেকে নিবেদিত)

পৃথিবীতে যতজনে ফুটবল খেলে

কেউ নয় তার মতো যার নাম পেলে

শৈশবে বাবা তাকে দিয়েছিল পাঠ

পেলে তাতে মাতিয়েছে হৃদয়ের মাঠ।

হেডে ছিল বিদ্যুৎ পায়ে ছিল দ্যুতি

গোলে গোলে ড্রিবলিঙে সে ছড়াতো জ্যোতি

ব্রাজিলের বস্তিতে আধা অনাহারে

এডসন অরাঁতেস ফুটবলে বাড়ে।

স্যান্টোসে গিয়ে পেলে জয় করে মন

তিনখানা জুলেরিমে সে করে আপন

আটান্ন, বাষট্টি, সত্তরে পেলে

পৃথিবীকে জাদু দিয়ে মাতিয়েছে খেলে।

শত রাফ ট্যাকেলকে করে চুরমার

যত বাধা তত বেশি ছিল দুর্বার

স্বদেশের জার্সিতে সত্তর-সাত

করেছিল গোলে মাঠ-চত্বর মাত।

এই কালো মানিকের ছিল না মুকুট

রাজা তারে করেছিল পায়ের দু’বুট

পেলে ছিল পৃথিবীতে ফুটবল-দূত

বাইসাইকেল কিকে সে ছিল নিখুঁত।

মরে হলে চিরজীবী হে কালো মানিক

দেহহীন তুমি শুধু কাঁদালে খানিক

চিরচেনা মুখখানি মনে বাতি জ্বেলে

সকলেই নিবে নাম মুখে পেলে-পেলে।