ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শিমুল পাড়ার রাখাল ছেলে

দিলরুবা নীলা
শিমুল পাড়ার রাখাল ছেলে

স্কুলে যাও তোমরা সবাই

রঙিন নতুন কুঁড়ি

আমরা তখন আকাশজুড়ে 

ওড়াই কত ঘুড়ি।

তোমরা যখন চেরি ফুলের

সুবাস মাখো গায়ে

ঘুমিয়ে পড়ি আমরা তখন

বুনো ফুলের ছায়ে।

তানপুরাতে ছন্দ তুলে

তোমরা শোনাও গান

ছায়ায় বসে আমরা শুনি

নদীর কলতান।

দোয়েল পাখি শিস দিয়ে যায়

ডুমুর-রঙের ভোরে

নদীর জলে সাঁতার কাটি

ভীষণ স্রোতের তোড়ে।

তোমরা কি আর বুঝতে পারো

স্বাধীনতার মানে?

শিমুল পাড়ার রাখাল ছেলে

সত্যি তা তো জানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত