ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শালিকের বাপ

তারেক হাসান
শালিকের বাপ

আমার একটা শালিক ছিল

ডাকত আমায় কাকা,

রাগটা তাহার অনেক বেশি

রাগলে হতো বাঁকা।

খাইত না সে খাবার পানি

মুখ লুকিয়ে থাকত,

মাঝে মাঝে রেগে গিয়ে

হিটলার বলে ডাকত।

হাসতাম আমি বাসতাম ভালো

চুমু দিতাম মুখে,

রাগ ভেঙে সে আসত উড়ে

বসত আমার বুকে।

শালিক আমার বড্ড পাজি

গায়ে গায়ে থাকত, 

ভালোবেসে সবাই আমায়

শালিকের বাপ ডাকত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত