ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শীতে

মজনু মিয়া 
শীতে

খোকাখুকু বুড়া-বুড়ি 

শীতে ভীষণ কাবু, 

পথের পাশে স্টেশনে 

পথের শিশু লাভু। 

আগুন জ্বেলে তাপ নিলে তাপ

লাগে না তো গায়ে,

কাঁপছে বসে ঠকঠকিয়ে

কাঁপন হাতে পায়ে।

গরম কাপড় কেনার মতো

অর্থ যাদের আছে,

গরিব দুঃখী দেখে তাদের 

সাহায্যে যাও কাছে। 

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত