আমার ভাষা
আলাউদ্দিন হোসেন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আমার ভাষা বাংলা ভাষা
মাতৃভাষার জয়
মুখের ভাষা মধুর ভাষা
জীবন করে ক্ষয়।
যুদ্ধ করে জীবন দিয়ে
মুক্ত স্বাধীন ভাষা
রক্ত ক্ষয়ের বাংলা ভাষা
আমার ভালোবাসা।
আমার ভাষা বাংলা ভাষা
মধুর সুবাস মাখা
মুক্ত স্বাধীন বাংলা ভাষা
হৃদয় কনে আঁকা।