ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সব কিছু অদ্ভুত

অনিন্দ্য আনিস
সব কিছু অদ্ভুত

আঁকতে বসলাম গাঁয়ের ছবি উঠল ভেসে ভূত;

বাঁশের মতো কান দুটো তার সব কিছু অদ্ভুত।

হচ্ছেটা কী আমার সাথে ঘামছে শরীর খুব;

ঝড়বিহীন পরিবেশে গাছ পাখি দেয় ডুব।

পিছু আমার করছে ধাওয়া ভালুক নাকি বাছুর?

তবে কি সে? আউলি ঝোপের অন্ধ ভূতের ঠাকুর!

এই ঘটনায় খুব করে হায়! লাগছে ভীষণ ভয়;

এত মানুষ থাকতে কেন আমার সাথে হয়?

আকাশ সমতাল গাছটাতে চলছে ভূতের লড়াই;

হঠাৎ দেখি মানুষ দিয়ে ভরা একটা কড়াই।

দু’হাত ধরে টেনেহিঁচড়ে নিচ্ছে দুটো ভূতে;

আমায় নাকি গিলে খাবে বিচিত্র কিম্ভূতে।

বুদ্ধি করে বললাম আমি, ওরে ভূতের দল;

মানুষ খেতে খুবই বিশ্রী টেস্ট করিতে চল!

কড়াই ভরা খাবারেতে দিলাম লবণ ঢেলে;

একেক করে মুখে নিয়ে সবাই দিল ফেলে।

বলছে ভূতে প্যাঁওপ্যাঁও ফ্যাচাং ফ্যাচাং মচাং কুঃ—

মানুষ মাংস আর খাব না, ওয়াক থুঃ ওয়াক থুঃ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত