মাঘের শীতে কুয়াশারা
হচ্ছে আরও ঘন
টুপটাপ টুপটাপ শিশেরের জল
বৃষ্টি হচ্ছে যেন।
ভোরের পাখি ডাকছে না
সুয্যি মামা উঠছে না
চারিদিকে কুয়াশার দল
হিম বাতাসের ছাও
এমন শীতে বনের ভেতর
কাপে বাঘের মাও।
সকালে কেউ উঠে না
ভোরের আলো ফুটে না
মাঘের শীতের এমন দিনে
কত রকম পিঠা
সূয্যি মামার রোদের মতো
খেতে লাগে মিঠা।