ভূঁড়ি মোটা ভোলা নাথে করে খাই খাই
রান্না হলে পাতিল খালি কয় আরো চাই।
খাওয়ার আগে চিন্তা করে না মারে ডোজ
ছটপট করে শুধু বদনাটা খোঁজে রোজ।
নড়াচড়া বন্ধ তার কয়েক বছর পর
গায়ে কোনো বস্ত্র নাই ঘাম ঝরে দরদর।
চালের ডিব্বার মতো হয়ে গেছে ভূঁড়ি
ডাক্তার বলছে এখন খেতে হবে মুড়ি।
তবুও ভোলা নাথে করে খাওয়ার বায়না
ছটপট করে শুধু আর কাছে কেউ যায় না।
ঘরের গিন্নির সহ্য হয় না ভোলার কাণ্ড
খাই খাই করে শুধু গেল বুজি মা-।