বেলা যেই ডুবে যায়, চাঁদ যায় পুবে
জেঁকে বসে হিম বায়ু শীত লাগে খুবে।
কানে বেঁধে মাফলার সুয়েটার পরেÑ
আগুনের পোর জ্বেলে গোয়ালের ঘরে।
ঘুঁটে পোড়া জ্বালানির খুব বেশি তাপে
দাদু আরও কাছাকাছি খুব বেশি চাপে।
গরমের তাপ নিতে রাত যত বাড়ে
শীত যেন লাগে তত মানুষের হাড়ে।
রাত শেষে ভোর হলে শীত বসে জেঁকে
বুড়ো দাদু আজকাল, যায় খুবে বেঁকে।
সেই দাদু নেই আর-শীত আসে ফিরে
স্মৃতিগুলো ফিরে আসে কুয়াশায় ঘিরে।