শীতের পাপি
ওলি মুন্সী
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরফ গলা হীম কুয়াশায়
আমরা যখন কাঁপি
দরিদ্রতার রোষানলে
হলাম শীতের পাপি।
ঘরবাড়ি হীন ছিন্ন মোরা
পথে ঘাটে থাকি
বালিশবিহীন মাথা দিয়ে
ভাগ্যটাকে ঢাকি।
প্রাণ প্রকৃতি জবুথবু
হাড় কাঁপানো শীতে
পশুপাখি পথশিশু সব
উষ্ণতা চাই দিতে।