শীতের খেল
আহমাদ কাউসার
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শীতের হাওয়া করছে ধাওয়া
কাঁপন ধরে গায়
দূর্বাঘাসের শিশিরকণা
সুড়সুড়ি দেয় পায়।
হলুদ শর্ষে মনের হরষে
মিঠেল হাসি হাসে
ফড়িং ছানা তিড়িং-বিড়িং
নাচে সবুজ ঘাসে।
দোয়েল ঘুঘুর মিষ্টি মধুর
কিচিরমিচির ডাক
মিষ্টি রোদে ঝিলিমিলি
গাছের পাতা শাখ।