ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শীতের খেল

আহমাদ কাউসার 
শীতের খেল

শীতের হাওয়া করছে ধাওয়া

কাঁপন ধরে গায়

দূর্বাঘাসের শিশিরকণা

সুড়সুড়ি দেয় পায়।

হলুদ শর্ষে মনের হরষে

মিঠেল হাসি হাসে

ফড়িং ছানা তিড়িং-বিড়িং

নাচে সবুজ ঘাসে।

দোয়েল ঘুঘুর মিষ্টি মধুর

কিচিরমিচির ডাক

মিষ্টি রোদে ঝিলিমিলি

গাছের পাতা শাখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত