বসন্ত
আলাউদ্দিন হোসেন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভরদুপুরে গাছের ডালে
কোকিল বাজায় বাঁশি
রঙে ঢঙে বসন্ত বেলা
শিমুল ফুলে হাসি।
অশোক-পলাশ রঙে রঙিন
আহারে কি রূপ
কৃষ্ণচূড়ার আগুনঝরা
প্রকৃতি যেন চুপ।
কোকিল সুরে ভেসে আসা
হৃদয়ছোঁয়া মায়া
নতুন পাতার আগমনে
রংবেরঙের ছায়া।