ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বসন্ত

আলাউদ্দিন হোসেন
বসন্ত

ভরদুপুরে গাছের ডালে

কোকিল বাজায় বাঁশি

রঙে ঢঙে বসন্ত বেলা

শিমুল ফুলে হাসি।

অশোক-পলাশ রঙে রঙিন

আহারে কি রূপ

কৃষ্ণচূড়ার আগুনঝরা

প্রকৃতি যেন চুপ।

কোকিল সুরে ভেসে আসা

হৃদয়ছোঁয়া মায়া

নতুন পাতার আগমনে

রংবেরঙের ছায়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত