তোমাদের জন্য নতুন পত্রিকা ‘রূপকথা’ এখন বাজারে। চাইলে তোমরা কিনতে পারবে। পত্রিকাটি সম্পাদনা করেছেন এহসান হায়দার। রঙিন ছবি আর নানা ধরনের লেখা দিয়ে সাজানো হয়েছে এটি। পত্রিকাটির সূচি দেখলেই বড়রা চলে যাবেন তার শৈশবে আর ছোটরা চোখ মেলে থাকবে অবাক হয়ে। মনকাড়া প্রচ্ছদের কারিগর মাসুদুর রহমান। ভেতরে লীলা মজুমদারের বিশেষ রচনা ‘কেন লিখি ছোটদের জন্য’ দিয়ে পত্রিকার রচনা সাজানো হয়েছে। রয়েছে ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দির ‘প্রেরণার মিনার : আমাদের শহীদ মিনার’ নিয়ে বিশেষ লেখা। চিরায়ত গল্প ছাপা হয়েছে শিশু-কিশোরদের প্রিয় লেখক শাহরিয়ার কবিরের ‘পল গোমেজের বাবা’। বিশেষ আকর্ষণ বিনয় মজুমদারের একগুচ্ছ লিমেরিক। এ ছাড়া রয়েছে ছড়া, রূপকথা, গল্প, কমিকস ও বইপাঠ বিভাগ। এ সংখ্যায় লিখেছেন জাহীদ রেজা নূর, বিশ্বজিৎ সেন, দেবজ্যোতি ভট্টাচার্য, হেনা সুলতানা, হিমেল বরকত (প্রয়াত), জসীম মেহবুব, এন জুলফিকার, সুদেষ্ণা ঘোষ, সনজিৎ দে, অদ্বৈত মারুত, অলকানন্দা প্রমুখ। ইশরাত জাহান কাঁকন, রাজীব দত্ত, জাহিদ হোসেন, সানজি সুলতানা ও মাইশা তাবাসসুম পত্রিকার ভেতরে নানা রঙে অলংকরণ করেছেন। ৮০ পৃষ্ঠার পত্রিকাটির দাম ১০০ টাকা। অনলাইনে পাওয়া যাবে প্রথমা ডটকমে।