বীরের মতো লড়াই করে
স্বাধীন হলাম ভাই
উড়তে পারি
ঘুরতে পারি
ইচ্ছে মতো তাই।
চলতে পারি বলতে পারি
গাইতে পারি গান,
নিষেধ মানা নেই তো কোনো
বাঁধন হারা প্রাণ।
ফুলের মতো ফুটতে পারি
মুক্ত মাঠে ছুটতে পারি
ভাঙতে পারি ঢেউ,
ভ্রমর হয়ে নাচতে পারি
দেশকে ভালোবাসতে পারি
ভয় করি না ফেউ।
বীরের মতো যুদ্ধ করে
স্বাধীন হলাম তাই
বিশ্বজয়ে স্বপ্ন দেখার
সাহস বুকে পাই।