ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

লাল-সবুজ

আলাউদ্দিন হোসেন
লাল-সবুজ

আমি বাংলা, আমি বিজয়

আমি স্বাধীন

আমি উল্লাস, আমি অহংকার

আমি নয় পরাধীন!

আমি শহীদ, আমি গাজী

আমি বীর

আমি দুরন্ত, আমি অসীম

আমি নয় ধীর!

আমি অস্ত্র, আমি বারুদ

আমি যোদ্ধা

আমি অকুতোভয় তরুণ

আমি নয় বৃদ্ধা!

আমি মাটি, আমি নদী

আমি কৃষাণ

আমি গড়েছি রক্ত দিয়ে

লাল-সবুজে নিশান!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত