মডেল সাজার শখ
গাজী আরিফ মান্নান
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জমকালো এক রঙিন জামা
পরল টুনি গায়ে
হাই-হিলের এক চামড়ার জুতা
পরল দুটি পায়ে।
চুলের বাহার লালছে রঙিন
ব্যাগটি ঝুলে কাঁধে
মডেল সেজেই হাঁটতে গিয়ে
পড়ল টুনি খাদে!
ও মা! আমার মচকেছে পা
বলল কেঁদে কেঁদে
জলদি এসে, করল মালিশ
দিলো ফিতা বেঁধে।
শখ মিটেছে, সাজব না আর
বলল এবার মাকে
হাত বুলিয়েই, বুকের ভেতর
আগলে ধরে তাকে।