ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যাঙের মাথা

মামুন সারওয়ার
ব্যাঙের মাথা

একটি কথা, ব্যাঙের মাথা

ব্যাঙ ধরেছে সবুজ ছাতা।

সবুজ ছাতা, কচুর পাতা

ঝরছে শুধু বৃষ্টি যাতা।

একটি কথা, দুটি কথা

দুলকি নাচে বনলতা

বনলতার নাচন দেখে

মামুন মিয়া ছড়া লেখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত