যাচ্ছো কোথায় মেঘের মেয়ে
হাওয়ায় ভেসে ভেসে!
একটুখানি নাও জিরিয়ে
মোদের বাংলাদেশে।
বৃষ্টি হয়ে যাও ঝড়ে যাও
নীল আকাশে মাদল বাজাও,
সন্ধ্যা থেকে শুরু করে মধ্যে রাতের শেষে
হিমেল হাওয়ার পরশ দাও একটু ভালোবেসে।
দাও ভিজিয়ে পথের ধুলো টিনের ঘরের চাল,
অসময়ের রোদের দহন গরম বেসামাল!
বৃষ্টি হয়ে দাও গো ধুয়ে গরমের জঞ্জাল!