ক্রিং ক্রিং ক্রিং ক্রিং... বাজে রিং টোন
খুকু খুব খুশি হলো শোনে টেলিফোন
খেলনার টেলিফোনে কার ফোন এলো
এই ভেবে খুকি ফোন হাতে নিতে গেল।
নেট নেই সিম নেই ফোন এলো তবো
কার ফোন হবে এটা? কার কথা কবো
এলো বুঝি চাঁদে থাকা দাদিমার থেকে
আকাশের মেঘ রোদ গায়ে তার মেখে।
নাকি দিলো এলিয়েন নাকি কোনো ভূতে?
ভেবে ভেবে খুকি গেল ফোনটাকে ছুঁতে
ওমা একী! হুট করে ফোন গেল কেটে
মুখ কালো করে খুকি ফিরে এলো হেঁটে।
* শিক্ষার্থী, একাদশ শ্রেণি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ