ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অবাধ্য বালক

লোকমান আহম্মদ আপন
অবাধ্য বালক

স্কুল ছুটি হলে প্রতিদিনই আমি দেরি করে বাড়ি ফিরি

মার বকা খাই, সঙ্গে মেলে আরও বড় ভাইর ব্যাটাগিরি।

দেরির কারণ বলে দিই বলে, বাড়ে যে শাসন আরও

শাসন খেলায় মা ও বড় ভাই দেয় না একটু ছাড়ও।

মাঝে মাঝে স্কুল পালিয়ে গিয়ে, দেরি করে এসে বাড়ি

উঠবস করি, কানমলা খাই, সঙ্গে আরও কত ঝাড়ি।

পড়া বাদ দিয়ে কোথা যাই আমি, কারই বা বেগার খাটি

অকারণে নাকি এ জীবনটাকে করেই দিচ্ছি মাটি।

এত শাসনেও আমার কিছুতে যায় আসে না কিছু

কারণ, আমি ভালোবাসি নিতে বহু অজানার পিছু।

কারণ, আমার বন্ধু এখন, বন বাদাড় আর পাখি

এসব কারণে, স্কুলের পড়ায় দিয়ে দিই কিছু ফাঁকি।

কিন্তু কোনো পরীক্ষাতেই, মারি না আমি তো ফেল

তবুও থামে না মা ও ভাইয়ের এই শাসন নামের খেল।

অবাধ্য এই ছেলেটি জানে না শাসনের কিবা মানে

প্রকৃতি থেকে জীবনের পাঠ নিতে সে শুধুই জানে।

বনে ও বাদাড়ে খুঁজে ফিরি আমি পাখির বাসায় ছানা

যে ছানাগুলো হাটতে জানে না, নেই বড় কোনো ডানা।

যে ছানাগুলোর শরীরেতে নেই লম্বা কোন পালক

সে ছানাগুলো ছুঁয়ে সুখ পায়, অবাধ্য এই বালক।

বনে ও বাদাড়ে ছানা খুঁজে খুঁজে সন্ধ্যা গড়িয়ে সাঝ

উড়তে না জানা ছানাগুলোকে যে, দেখে রাখা তার কাজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত