কর্ম দোষে অভাব সংসারে
নত করে মাথা
কর্তা বলে সম্মান দেয়
বলে না বেশি কথা।
কর্তার ইচ্ছায় কীর্তন চলে
সর্বলোকে কয়
কর্তার কাজ লুটে নেওয়া
মানুষকে দিয়ে ভয়।
বলে কথা হাসি দিয়ে
হাত বুলায় গায়ে
মিষ্টি কথায় জড়িয়ে নিয়ে
মাটি রাখে না পায়ে।
ডেকে নিয়ে দেয় টাকা
সুদ লিখে খাতায়
সুদের সুদ চক্র বৃদ্ধি
কেউ না টের পায়।
সুদের টাকা শোধ করিতে
মাথায় পরে বাঁশ
কত জনায় মারা গেল
বন্ধ হয়ে নিঃশ্বাস।