কেন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে লাখ লাখ ইসরাইলি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে শনিবার হাজার হাজার লোকের যে বিক্ষোভ হয়েছে, তা ছিল নজিরবিহীন। ইসরাইলে এত বিপুল জনতার রাস্তায় নামার দৃশ্য সম্প্রতি দেখা যায়নি। এর কারণ- ইসরাইলের বিচার বিভাগ সংক্রান্ত আইনগুলোতে বড় রকমের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সরকার। এসব পরিবর্তনের ঘোষণা ইসরাইলে এবং অধিকৃত এলাকাগুলোতে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যেও সৃষ্টি করেছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ।
উগ্র ডানপন্থিদের সমর্থন নিয়ে ষষ্ঠবারের মতো ইসরাইলের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়া নেতানিয়াহু বিচার বিভাগের এমন কিছু সংস্কার করার পরিকল্পনা করেছেন, যা তার বিরোধীরা বলছেন যে, এতে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে। সমালোচকরা এ পরিবর্তনের উদ্যোগকে ‘অভ্যুত্থান’, ‘ক্ষমতার পটপরিবর্তন’ ইত্যাদি নানা শব্দে আখ্যায়িত করছেন। অনেকে বলছেন, নেতানিয়াহু নিজেই ইসরাইলের ‘গণতন্ত্রের জন্য এক মূর্তিমান বিপদ।’
কেন এই বিক্ষোভ হচ্ছে
বিনিয়ামিন নেতানিয়াহু এর আগে ২০২১ সাল পর্যন্ত টানা ১২ বছর ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন। তবে এবার তিনি যে সরকার গড়েছেন- তাকে বলা হচ্ছে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থি সরকার। তার কোয়ালিশনে অংশীদার দলগুলোর মধ্যে আছে অতি উগ্র ডানপন্থি, কট্টর জাতীয়তাবাদী এবং অত্যন্ত গোঁড়া ইহুদি রাজনৈতিক দলগুলো। ক্ষমতায় এসেই এ সরকার ঘোষণা করে যে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ সম্প্রসারণ হচ্ছে তাদের এক নম্বর অগ্রাধিকার।
ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর লাখ লাখ ফিলিস্তিনি পরিবার ভিটেমাটি ছাড়া হয়েছিলেন, আর ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল জর্ডান নদীর পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয়। আন্তর্জাতিক আইনে এখানে ইহুদি বসতি নির্মাণ অবৈধ হলেও ইসরাইল এ পর্যন্ত ৫ লাখ ইহুদির জন্য বসতি নির্মাণ করেছে। শুধু তাই নয়, আলজাজিরার এক রিপোর্টে বলা হচ্ছে যে, নেতানিয়াহু কোয়ালিশন গঠনের জন্য একটি কট্টরপন্থি দলকে এমন অঙ্গীকারও করেছেন যে, তিনি অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের অংশে পরিণত করবেন। অধিকৃত পশ্চিম তীরে বাস করেন প্রায় আড়াই লাখ ফিলিস্তিনি।
নেতানিয়াহুর পরিকল্পনায় কী আছে
নেতানিয়াহু সরকারের আনা পরিকল্পনাটিতে ইসরাইলের বর্তমান বিচার বিভাগে ব্যাপক কিছু পরিবর্তন আনার কথা বলা হচ্ছে। এতে ইসরাইলের হাইকোর্টের ক্ষমতা কমানো হবে এবং পার্লামেন্টের সদস্যরা এমন সব আইন পাস করতে পারবেন- যা আদালত এর আগে খারিজ করে দিয়েছেন বা কার্যত অসাংবিধানিক বলে মত দিয়েছেন।
বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, নতুন পরিকল্পনায় ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট বা কনেসেটের ক্ষমতা এমনভাবে বাড়বে যে, তারা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৬১ জন এমপির সমর্থন পেলেই- সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত উল্টে দিতে পারবেন।
পরিকল্পনায় আরও বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে রাজনীতিবিদদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করা হবে। মন্ত্রীরা তাদের নিজস্ব আইনি উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। নেতানিয়াহুর মিত্র উগ্র জাতীয়তাবাদী ও ধর্মীয় গোঁড়াপন্থিরা বলছেন, তারা আশা করছেন যে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ব্যক্তিমালিকানাধীন ভূমিতে ইসরাইলি বসতি বা ‘আউটপোস্ট’ নির্মাণকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট যেসব রুলিং দিয়েছে- সেগুলো তারা খারিজ করতে পারবেন। এ ছাড়া আরও অনেকগুলো পরিবর্তনের কথা বলা হয়েছে এ পরিকল্পনায়। লেভিন বিচারপতিদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এমন কিছু লোক এখন সিদ্ধান্ত নিচ্ছে যাদেরকে জনগণ ভোট দেয়নি।’ তিনি যুক্তি দেন যে, প্রস্তাবিত পরিবর্তনগুলোর ফলে ইসরাইলি বিচার ব্যবস্থা শক্তিশালী হবে এবং এর ওপর জনগণের আস্থা ফিরে আসবে।
নেতানিয়াহুর যখন বিচার চলছে, তখনই পরিবর্তনের উদ্যোগ
যে সময়টায় এই উগ্র ডানপন্থি সরকার এ পরিকল্পনা উত্থাপন করল- তা বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে এমন এক সময়, যখন বিনিয়ামিন নেতানিয়াহু নিজেই ঘুষ, জালিয়াতি ও প্রতারণার মামলায় বিচারাধীন, তবে এসব অভিযোগ তিনি জোর দিয়ে অস্বীকার করেছেন। বিবিসির বিশ্লেষক রাফি বার্গ বলছেন, এই নতুন সরকার বিচার বিভাগে পরিবর্তন আনার পর নেতানিয়াহুর বিচার বাতিল করার জন্য একে ব্যবহার করতে পারে বলে সমালোচকরা আশঙ্কা করছেন। যদিও নতুন সরকার এখনও বলেনি যে, তারা এমন কিছু করবে।
তা ছাড়া যেদিন এ পরিকল্পনা ঘোষণা করা হলো, তার একদিন পরেই সুপ্রিম কোর্টে নেতানিয়াহুর মন্ত্রিসভার একটি নিয়োগের বিরুদ্ধে একটি আইনি চ্যালেঞ্জের শুনানি হয়। এই ভাবী মন্ত্রীটি হচ্ছেন অতি গোঁড়া শাস পার্টির নেতা আরিয়েহ ডেরি- তার ওপর ট্যাক্স ফাঁকির জন্য একটি মামলায় স্থগিত দণ্ডাদেশ রয়েছে।
আলজাজিরার এক রিপোর্টে বলা হয়, আদালতে দোষী সাব্যস্ত এবং দণ্ডিত এই ব্যক্তিকে মন্ত্রী নিয়োগের জন্য ইসরাইলি পার্লামেন্ট একটি আইন সংশোধন করেছিল।
বিবিসির বিশ্লেষক বলছেন, এর বিরুদ্ধে করা আপিল যদি গ্রাহ্য হয়, তাহলে তা আদালত ও সরকারের মধ্যে একটি ‘শোডাউনে’ পরিণত হতে পারে।
অন্যদিকে এ পরিকল্পনা যদি আইনে পরিণত হয় তাহলে, সরকারের জন্য অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের পক্ষে আইন করা সহজ হয়ে যেতে পারে। কারণ তাহলে সরকারকে আর সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না। মনে রাখতে হবে, অধিকৃত পশ্চিম তীরে অতীতে বহু মামলা ধরে চলার কারণে ইহুদি বসতি নির্মাণ বা ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রয়াস বছরের পর বছর আটকে ছিল। এর একটি উদাহরণ- শেখ জারাহর ফিলিস্তিনি পরিবার নিয়ে আইনি লড়াইয়ের ঘটনা। নেতানিয়াহুর সরকার বিচারব্যবস্থায় যেসব পরিবর্তনের কথা বলছে- তাতে এমনটা আর হতে পারবে কি-না সন্দেহ আছে।
অনেকদিন ধরেই ‘পরিবর্তনের’ কথা বলছিল লিকুদ পার্টি
এ পরিকল্পনার বিরুদ্ধে যে প্রতিবাদণ্ডবিক্ষোভ হচ্ছে, তা পাত্তা দিতে চাইছেন না নেতানিয়াহু। তিনি বলছেন, তার বিরোধী বামপন্থিরা গত নভেম্বর মাসের নির্বাচনের ফলাফল মানতে চাইছে না। তিনি এও বলেন যে, তার এ পরিবর্তনের প্রক্রিয়া অব্যাহত থাকবে।
প্রকৃতপক্ষে লিকুদ রাজনীতিবিদরা অনেক দিন ধরেই ইসরাইলের উচ্চ আদালতের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছে। তারা বলছে যে, সুপ্রিম কোর্টে বামপন্থি বিচারপতিদের প্রাধান্য আছে এবং তারা রাজনৈতিক কারণে তাদের ‘বিচারবিভাগীয় ক্ষমতার সীমার বাইরের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করছেন।’
‘তারা ইসরাইলি গণতন্ত্রকে ধ্বংস করতে চায়’
অন্যদিকে এ পরিকল্পনার বিরোধীরা বলছেন, এর ফলে ইসরাইলে যে গণতান্ত্রিক ‘চেক অ্যান্ড ব্যালান্স’ বা ক্ষমতার ভারসাম্য আছে, তা হুমকির মুখে পড়বে। তারা বলছেন, বিচারবিভাগীয় নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক নিয়ন্ত্রণ আরও জোরালো হবে এবং ইসরাইলি পার্লামেন্ট বা কনেসেটে পাস করা আইনকে খারিজ করে দেওয়ার যে ক্ষমতা বর্তমানে সুপ্রিম কোর্টের আছে- তা সীমিত করবে।
তাদের আরও আশঙ্কা- এর ফলে বিচারকদের স্বাধীনতা খর্ব হবে, সরকার ও পার্লামেন্টের কাজের ওপর নজরদারি দুর্বল করে ফেলবে, সংখ্যালঘু ও সমকামীদের অধিকার খর্ব হবে এবং আরও বেশি দুর্নীতির বিস্তার ঘটবে। এই সব কারণে নাগরিকদের এ প্রতিবাদে যোগ দিয়েছেন নেতানিয়াহু-বিরোধী রাজনীতিবিদরাও। বিরোধী দলের নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বলছেন ‘এই প্রতিবাদ হচ্ছে দেশকে রক্ষার জন্য। আমি এ বিক্ষোভে এসেছি গণতন্ত্রকে রক্ষার জন্য।’
ইসরাইলি বার সমিতির প্রধান আভি চিমি সংবাদদামধ্যমকে বলেছেন, নেতানিয়াহু ও তার জোট ইসরাইলকে একটি একনায়কতন্ত্রী রাষ্ট্রে পরিণত করতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। ‘তারা চাইছে বিচার বিভাগের কর্তৃত্ব ও ক্ষমতাকে ধ্বংস করতে; কিন্তু বিচার বিভাগের কর্তৃত্ব ছাড়া কোনো গণতান্ত্রিক দেশ সম্ভব নয়।’
উচ্চতম আদালতের ক্ষমতার সমর্থকরা বলছেন, ইসরাইলের মতো একটি দেশে যেখানে আনুষ্ঠানিক কোনো সংবিধান নেই, সেখানে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনসমর্থন কোন দিকে
রয়টার্সের এক রিপোর্টে বলা হচ্ছে, সম্প্রতি ইসরাইল ডেমোক্রেসি ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান একটি জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা যায়, বামপন্থি ইসরাইলিদের মধ্যে সুপ্রিম কোর্টের ওপর আস্থা ডানপন্থিদের তুলনায় বেশি; কিন্তু সার্বিকভাবে আদালতের ক্ষমতা কমানোর পক্ষে সংখ্যাগরিষ্ঠ জনসমর্থন নেই। নেতানিয়াহুর পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের আইনজীবী ও ব্যবসায়ী সম্প্রদায়ের নেতারাও।
ইসরাইলের সমাজে ডানপন্থিদের প্রভাব বাড়ছে- এমন কথা বেশ কিছুকাল থেকেই বলে আসছিলেন বিশ্লেষকরা। সাম্প্রতিক নির্বাচনগুলো থেকেও এটা স্পষ্ট হচ্ছিল যে, ইসরালি সমাজে রাজনৈতিক বিভক্তি বাড়ছে। বিচার বিভাগ সংক্রান্ত আইন সংস্কারের জন্য যে পরিকল্পনা তুলে ধরেছে ইসরাইলের উগ্র ডানপন্থি প্রধান সরকার, তাতে এ বিভক্তি আরও প্রকট হবে- এটাই মনে করছেন পর্যবেক্ষকরা।
* বিবিসি বাংলার বিশ্লেষণ