ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরিয়ায় ইসরাইলের হামলা

সিরিয়ায় ইসরাইলের হামলা

সিরিয়ার দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত হয়েছেন। শনিবার রাতে হওয়া এ হামলায় একটি ভবনও ধ্বংস হয়ে গেছে। সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরি বলেছে, ক্ষেপণাস্ত্রটি একটি ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের কাছাকাছি আঘাত করেছে। এতে বেসামরিক নাগরিকসহ ১৫ জন নিহত হয়।

২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর প্রতিবেশী দেশটিতে ইসরাইল শত শত বিমান হামলা চালিয়েছে। সাধারণত সিরিয়ার সেনাবাহিনী, ইরানি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে আবাসিক এলাকায় হামলার ঘটনা বিরল।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প হয়। দুই দেশের ভূমিকম্পে প্রায় ৪৬ হাজারের প্রাণহানি হয়েছে। এ ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ২ সপ্তাহের মধ্যে সিরিয়ায় ইসরাইল হামলা চালাল।

শনিবার রাতে সিরিয়ার কাফর সুসা এলাকায় এ ক্ষেপণাস্ত্র হামলা হয়। এ এলাকায় মূলত নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সদর দপ্তরগুলোর অবস্থান। জ্যেষ্ঠ কর্মকর্তাদের বসবাস সেখানে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘রাত ১২টা ২২ মিনিটের দিকে ইসরাইলি শত্রুরা দামেস্ক এবং আশপাশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে গোলান মালভূমি থেকে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে আবাসিক এলাকাও আছে।’

শুরুতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, হামলায় ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, হামলায় একটি ১০ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবনের নিচের দিকের তলাগুলোর অবকাঠামো ভেঙে পড়েছে।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান এ হামলাকে সিরিয়ার রাজধানীতে সবচেয়ে ভয়াবহ ইসরাইলি হামলা বলে উল্লেখ করেছেন।

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হওয়ার এক মাসের বেশি সময় পর নতুন এ হামলা হলো। গত ২ জানুয়ারি ওই হামলা চালানো হয়েছিল। সিরিয়ান অবজারভেটরি বলছে, বিমানবন্দর ও আশপাশে হিজবুল্লাহ ও ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলাটি হয়েছিল।

সিরিয়ায় হামলা নিয়ে ইসরাইলি সেনাবাহিনীর মন্তব্য করার নজির খুব বিরল। তবে দেশটির কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে, তারা ইরানকে ইসরাইল সীমান্তে প্রভাব বিস্তার করতে দেবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত