ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সৌদি নাগরিক হওয়ার সুযোগ

সৌদি নাগরিক হওয়ার সুযোগ

সৌদি আরব বিদেশিদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করতে তাদের আইনে সংশোধনী এনেছে। প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি বছরের প্রথম দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা একই আইনে সম্মতি দিয়েছেন। সিদ্ধান্তের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে মক্কা শরিফের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। সংশোধনী অনুযায়ী, সৌদি মা ও বিদেশি বাবার সন্তান কয়েকটি শর্তের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শর্তগুলো হচ্ছে- তাদের অবশ্যই ১৮ বছরের বেশি বয়সের হতে হবে, আরবি ভাষায় অনর্গল কথা বলার যোগ্যতা থাকতে হবে, আচার-আচরণে অবশ্যই ভালো হতে হবে এবং ছয় মাসের বেশি কারাদণ্ডে দণ্ডিত হতে পারবে না। উল্লেখ্য, সৌদি বাবার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবেই দেশটির নাগরিকত্ব পেতে পারে। নতুন আইনের ব্যাপারে কয়েকজন সমালোচক বলেছেন, এর ফলে সৌদি নারীদের তাদের বিদেশি স্বামীর সন্তানদের নাগরিকত্ব পেতে অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত