ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্রিমিয়ার সেনাদের সঙ্গে জেলেনস্কির ইফতার

ক্রিমিয়ার সেনাদের সঙ্গে জেলেনস্কির ইফতার

ইউক্রেনের মুসলিম সেনাদের জন্য প্রথমবারের মতো আনুষ্ঠানিক ইফতার আয়োজন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৭ এপ্রিল) রাজধানী কিয়েভে মুসলিম সেনাদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি। রাজধানী কিয়েভে ক্রিমিয়ার তাতার কালচারাল সেন্টারে এ ইফতারের আয়োজন করা হয়। ক্রেমলিন-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় সংখ্যালঘু মুসলিম তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের নিন্দা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার হাত থেকে ক্রিমিয়া পুনর্দখলের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে কৃষ্ণ সাগর অঞ্চলের এ ভূখণ্ডে নিয়ন্ত্রণ কেড়ে নেয় এবং তা অধিভুক্ত করার বিষয়ে গণভোট অনুষ্ঠানে চাপ দেয়। ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা গণভোটের এমন পদক্ষেপকে প্রতারণামূলক এবং অবৈধ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানায়।

তিনি ইউক্রেনের মুসলিম নেতা এবং মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের বলেন, ‘ইউক্রেনকে রাশিয়ার ক্রীতদাসে পরিণত করার প্রচেষ্টা ঠিক ক্রিমিয়া দখলের; ক্রিমিয়ান, ইউক্রেনিয়ান এবং ক্রিমিয়ান তাতারের স্বাধীনতা ও ক্রিমিয়ান মুসলমানদের বিরুদ্ধে দমনপীড়নের মধ্যদিয়ে শুরু হয়।’

তাতার সম্প্রদায়ের মানুষ ২০১৪ সালের নির্বাচনে ব্যাপকভাবে ভোট বর্জন করেছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত