ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে হজযাত্রাকে সাংবিধানিকভাবে বৈধতা

ভারতে হজযাত্রাকে সাংবিধানিকভাবে বৈধতা

হজের সফরকে সাংবিধানিকভাবে বৈধ ঘোষণা দিল দিল্লি হাইকোর্ট। গত বৃহস্পতিবার এ বিষয়ে রায় দিয়েছে দিল্লি কোর্ট। রায়ে বলা হয়, হজ ধর্মীয় অনুশীলনের পরিধির মধ্যে পড়ে। ভারতের সংবিধানের ২৫ অনুচ্ছেদের অধীনে সুরক্ষিত। বিচারপতি চন্দ্র ধরি সিং বলেছেন, হজ এবং এর সঙ্গে জড়িত অনুষ্ঠানগুলো ধর্মীয় অনুশীলনের আওতায় আসে, যা ভারতের সংবিধান দ্বারা সুরক্ষিত। আধুনিক ভারতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতাদের দ্বারা কল্পনা করা সংবিধানের অধীনে সবচেয়ে লালিত অধিকারগুলোর মধ্যে একটি হলো ধর্মের স্বাধীনতা। ভারতের সংবিধানের ২৫ অনুচ্ছেদ ব্যক্তির ধর্মের স্বাধীনতার নিশ্চয়তা দেয়।

গত ২৫ মে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত ‘হজ ২০২৩-এর জন্য হজ কোটা বরাদ্দের একীভূত তালিকা’য় তাদের নিবন্ধন প্রশংসাপত্র এবং কোটা স্থগিত করার চ্যালেঞ্জ করে বিভিন্ন বেসরকারি হজ সংস্থার আয়োজকদের দায়ের করা আবেদনগুলোর মধ্যে একটিতে আদালত এ পর্যবেক্ষণ করেছে।

শুনানির সময় আদালত বলেন, হজযাত্রীরা যাতে তাদের হজ পালনে বাধা না পায়, তা নিশ্চিত করতে হজ গ্রুপের আয়োজকরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আদালত আরও বলেন, কেউ যদি হজযাত্রীদের হজ আদায়ে বাধা প্রদান করে, তাহলে এটি ভারতের সংবিধানের ২৫ অনুচ্ছেদের লঙ্ঘন। ভারতের সংবিধানের ২৫ অনুচ্ছেদ সব নাগরিকের বিবেকের স্বাধীনতা এবং অধিকারের নিশ্চয়তা দেয়। পেশা, কর্ম এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। বিচারপতি সিং বলেছেন, এটি সঠিকভাবে কার্যকর করা উচিত, যাতে আইনটি নাগরিকদের জন্য বাধা না হয়ে ওঠে। যারা হজ করতে চান, তারা যেন কোনো ধরনের বাধার সম্মুখীন না হন। মনে রাখতে হবে, হজ শুধু ছুটি নয়, এটি একটি ধর্মীয় অনুশীলন বা বিধান।

এদিকে ভারতের কেরালায় প্রথমবারের মতো চালু হলো নারীদের হজ ফ্লাইট। বৃহস্পতিবার ফ্লাইটটি কেরালার কারিপুরের কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ফেডারেল সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বারলা আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফের মাধ্যমে ফ্লাইটটিকে উদ্বোধন করেন। এই প্রথম কেরালায় হজের জন্য শুধু নারীদের জন্য ফ্লাইটের আয়োজন করা হয়েছে। এমনকি বিমানটির পাইলট থেকে শুরু করে ক্রু, সবাই নারী।

বিমানটিতে ১৪৫ জন নারী তীর্থযাত্রী ছাড়াও উড্ডয়নকারী পাইলট এবং অন্যান্য ক্রু সদস্যদের পাশাপাশি প্রেরণ, ফ্লাইট অপারেশন, লোডিং, ক্লিনিং, ইঞ্জিনিয়ারিং, গ্রাউন্ড সার্ভিস এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সব স্তরেই নারীরা রয়েছেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটটি ১৪৫ জন নারী হজযাত্রী এবং ছয় নারী ক্রুকে নিয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে করিপুর থেকে যাত্রা করে। মাহরাম বা পুরুষ সঙ্গী ছাড়া এটিই নারীদের জন্য প্রথম ফ্লাইট। বারলা বলেন, শুধু নারীদের জন্য ফ্লাইটটি দেশে নারীর ক্ষমতায়নের জন্য একটি গৌরবময় পদক্ষেপ চিহ্নিত করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত