স্বাধীন ফিলিস্তিন কি সম্ভব?
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য সবার আগে দরকার ভূখণ্ড। কিন্তু পশ্চিম তীর যেটা কি না ফিলিস্তিনের অংশ হবে, সেখানে এখন কয়েক লাখ ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছে। এ ছাড়া জেরুজালেমকেও ইসরায়েল তার রাজধানী হিসেবে ঘোষণা করেছে। আমেরিকা সেটাকে স্বীকৃতিও দিয়েছে। ফলে ভৌগলিকভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন এখন আর বাস্তবসম্মত নয় বলেই অনেকে মনে করেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে অনেকটাই অসম্ভব করে তুলেছে। যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক শাহিন বেরেনজি মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা খুবই চ্যালেঞ্জিং হবে। তিনি বলেন, ‘এটা বাস্তবায়ন করা ১৯৯০-এর দশকের তুলনায় খুবই কঠিন। কারণ, পশ্চিম তীর এবং জেরুজালেমে ইহুদি বসতি। ১৯৯৩ সালে অসলো চুক্তির সময় এটা ছিল এক লাখ ২০ হাজার। গেল তিন দশকে ইহুদি বসতি স্থাপনকারী বেড়ে হয়েছে সাত লাখ। এ ছাড়া খোদ ইসরায়েলের আইন অনুযায়ীই অবৈধ এ রকম ইহুদি বসতিও আছে।’ তিনি মনে করেন, এ রকম বসতি সম্প্রসারণ এবং ইসরায়েলের রাজনীতিতে এর প্রবল সমর্থনের কারণে ফিলিস্তিন রাষ্ট্র গঠন কঠিন হয়ে পড়েছে। তা ছাড়া দুই রাষ্ট্র সমাধানের প্রতিও এখন আর ইসরায়েলের আগ্রহ নেই। অন্যদিকে ফিলিস্তিনিরাও হামাস এবং ফাতাহ দুই দলে বিভক্ত। তাদের মধ্যে ফিলিস্তিনি জনগণের জন্য কথা বলা বা শান্তি প্রক্রিয়া এগুনোর মতো একক এবং বিশ্বস্ত নেতা নেই। ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেইর লিটভ্যাক অবশ্য বলছেন, ‘সুযোগ এখনও আছে। কিন্তু ইসরায়েল কি দুই রাষ্ট্র সমাধান আর চায়? সেটা চায় না। আমি এখানে ইসরায়েলের সরকারি দৃষ্টিভঙ্গির সমালোচনা করি। তারা যেটাকে সমাধান মনে করে, সেটা হচ্ছে, পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই থাকুক। অর্থাৎ তারা পশ্চিম তীরকে নিয়ন্ত্রণ করবে, যেখানে আবার একটা ফিলিস্তিনি কর্তৃপক্ষও থাকবে। তবে দুর্বল এবং ইসরায়েলের ওপর নির্ভরশীল। কিন্তু চিরদিন ইসরায়েল এভাবে সবকিছু নিয়ন্ত্রণ করবে, এটা ভুল ধারণা। এটা থেকে বেরিয়ে এলে সমাধান সম্ভব।’