ভাগ্যবিড়ম্বিত জাতির গল্প
অধ্যাপক শাব্বির আহমদ
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাহসী ও যোদ্ধা জাতি হিসেবে সেই বাল্যকাল থেকেই কুর্দি জাতিদের বীরত্বগাঁথা সম্পর্কে কতই না রূপকথার কাহিনি শুনে এসেছি। সৈয়দ মোজতবা আলী রচিত ‘দেশে বিদেশে’ নামক ভ্রমণ কাহিনি যারা পড়েছেন, তাদের নিশ্চয় মনে থাকার কথা নয়নাভিরাম কুর্দিস্তানের প্রাকৃতিক পরিবেশের বর্ণনার পাশাপাশি অত্যন্ত সুদর্শন কুর্দি পুরুষ আর অনিন্দ্য সুন্দরী ললনাদের জীবন কাহিনি। বাংলায় ডাবিংকৃত একাধিক সিরিয়ালে কুর্দি বংশোদ্ভূত ক্রুসেড জয়ী মহাবীর সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীর জীবন কাহিনি ও বীরত্বগাঁথা সম্পর্কে অনেক ধারণা লাভ করি। তা ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের ছাত্র হিসেবে কুর্দি জাতিগোষ্ঠী সম্পর্কে প্রচুর লেখাপড়ারও সুযোগ হয়। সবমিলিয়ে সেই ছাত্রাবস্থা থেকেই কুর্দিস্তান ও কুর্দি জাতি সম্পর্কে বিশেষ কৌতূহলের সৃষ্টি হয়।
মধ্যপ্রাচ্যে আরব, তুর্কি এবং পারসিকদের পরেই কুর্দিরা চতুর্থ বৃহৎ জাতিগোষ্ঠী। কুর্দিরা শত শত বছর ধরেই সিরিয়া এবং মেসোপটেমিয়ার সমতল এবং পাহাড়ি ভূমিতে বসবাস করে আসছে। আধুনিক তুরস্কের দক্ষিণ-পূর্বে, সিরিয়ার উত্তর-পূর্বে, ইরাকের উত্তরে, ইরানের উত্তর-পশ্চিমে এবং আর্মেনিয়ার দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩ লাখ বর্গকিলোমিটারের বিশাল এলাকাজুড়ে আছে কুর্দিস্তান। কুর্দিস্তান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রবিহীন জাতির আবাসভূমি। এর অধিবাসীদের বলা হয় কুর্দি। এসব এলাকায় প্রায় ৩ কোটি কুর্দি জাতিগোষ্ঠীর বসবাস। এ ছাড়া কুর্দিস্তানের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে আরো কয়েক লাখ কুর্দি বসবাস করে। পাশাপাশি পাঁচটি দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও কুর্দিরা মধ্যপ্রাচ্যে নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছে স্বতন্ত্র ভাষা-সংস্কৃতি দিয়ে। ফলে তাদের খুব সহজেই পার্শ্ববর্তী তুর্কি ও আরবদের থেকে আলাদা করা যায়। তবে ইরানিদের সঙ্গে তাদের সংস্কৃতিগত মিলের কারণে কুর্দিদের ইরানি মহাজাতির অন্তর্ভুক্ত করা হয়।
তুরস্কের মোট জনসংখ্যার প্রায় ২০ ভাগ কুর্দি। ইরাকে ১৫ ভাগ, ইরানে ৭ ভাগ এবং সিরিয়ায় ১০ ভাগ জনসংখ্যা কুর্দি। কুর্দিরা মূলত সুন্নি মুসলিম। সুন্নি মুসলিমরা সংখ্যায় প্রায় ৮০ ভাগ। এ ছাড়া ১৫ ভাগ কুর্দি শিয়া মুসলিম। আর বাদ বাকি ৫ শতাংশ খ্রিষ্টিয়ান, ইয়াজিদি, জরথ্রস্ত। কুর্দিরা ধর্মপ্রসঙ্গে ধর্মনিরপেক্ষতাবাদী এবং পরমতসহিষ্ণু। সুন্নি এবং শিয়া উভয় ভাগের মুসলিমদের মধ্যে সুফিবাদের ব্যাপক প্রভাব লক্ষণীয়। দীর্ঘদিন ভিন্ন ভিন্ন রাষ্ট্রের অধীনে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আন্দোলন করতে গিয়ে প্রতিটি অঞ্চলের কুর্দিদের রাজনৈতিক এবং সামাজিক বৈশিষ্ট্য ভিন্ন ভিন্নভাবে বিকশিত হয়েছে। ফলে তাদের মধ্যে অনেক বিষয়ে ভিন্নতারও সৃষ্টি হয়েছে। অধিকাংশ কুর্দি জাতীয়তাবাদীই বৃহত্তর স্বাধীন কুর্দিস্তানের স্বপ্ন দেখে, কিন্তু তাদের রাজনীতিবিদরা তাদের এসব ভিন্নতা সম্পর্কে অবগত থাকায় স্বাধীনতার পরিবর্তে অধিকতর অধিকার এবং স্বায়ত্তশাসনের পক্ষপাতী।সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের ধারক-বাহক হয়েও বিরাট কুর্দি জনগোষ্ঠী কেন প্রতিষ্ঠা করতে পারেনি স্বাধীন-সার্বভৌম কুর্দিস্তান! কেন দশকের পর দশক ধরে তারা নির্যাতিত-নিষ্পেষিত এবং বিভাজিত একাধিক রাষ্ট্রযন্ত্রের হাতে! এ সবকিছুর উত্তর পেতে হলে ফিরে যেতে হবে, একটু অতীত ইতিহাসের পাতায়। আধুনিক বিশ্বের ইতিহাসে নিঃসন্দেহে কুর্দিরা অন্যতম বঞ্চিত এবং নির্যাতিত জাতিগোষ্ঠী। কুর্দিদের জন্মই হয়েছে যেন প্রতারিত হওয়ার জন্য। প্রথম বিশ্বযুদ্ধের পর স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাও দেখা দিয়েছিল। যুদ্ধে মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী তুর্কির অটোমান (ওসমানীয় খেলাফত) সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের নেতৃত্বাধীন পশ্চিমা মিত্র শক্তির বিরুদ্ধে জার্মানির পক্ষাবলম্বন করে। আজকের মধ্যপ্রাচ্যের সব ক’টি রাষ্ট্র, মধ্যএশিয়া ও ইউরোপের বলকান অঞ্চলের অধিকাংশ রাষ্ট্র ওসমানীয় খেলাফতের অধীনে ছিল। ওসমানীয় খেলাফতের পড়ন্ত বিকালে যুদ্ধে জড়ানো ছিল মারাত্মক ভুল। আর এ সুযোগটি পুরোপুরি গ্রহণ করেছিল বিটিশরা। ওসমানীয় খেলাফতের অধীন আঞ্চলিক শাসকদের ব্রিটিশরা প্রতিশ্রুতি দিয়েছিল, মিত্র শক্তিকে সহযোগিতা করলে যুদ্ধের পর সম্ভাব্য সব ছোট-বড় রাষ্ট্রই স্বাধীনতা পাবে। পক্ষান্তরে ব্রিটিশ শাসনাধীন ভারতীয় উপমহাদেশের মুসলমানরা তুর্কির নেতৃত্বাধীন ওসমানীয় খেলাফত রক্ষাকল্পে মাওলানা মুহাম্মদ আলী ও শওকত আলী ভ্রাতাদ্বয়ের নেতৃত্বে খেলাফত আন্দোলন শুরু করলে সুচতুর ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের আশ্বস্ত করে, যুদ্ধে মুসলমানরা ব্রিটিশদের সহযোগিতা করলে অটোমান সাম্রাজ্যের কোনো ক্ষতি করা হবে না। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। কুর্দিদের জন্মই হয়েছে যেন প্রতারিত হওয়ার জন্য। বিশ্বে কুর্দিরাই সম্ভবত সবচেয়ে বড় জাতি, যারা নিজেদের বিশাল জনগোষ্ঠী ও ভূমি নিয়েও পরাধীন হয়ে আছে যুগের পর যুগ। ক্রুসেডের বদলা নিতে মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি কুর্দি জাতিগোষ্ঠীকে পরিকল্পিতভাবে বিভক্ত করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। অনুরূপভাবে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় প্রদেশ বাংলাকে খণ্ড-বিখণ্ড করে বাঙালি জাতি যাতে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার চূড়ান্ত ব্যবস্থা করে গিয়েছিল এ ব্রিটিশ বেনিয়ারা।
সিপাহী আন্দোলনসহ প্রতিটি ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন ছিল বাঙালি জাতির অপরাধ। ইতিহাস সাক্ষী, ব্রিটিশরা এমন এক ভয়ানক জাতি, তারা যেখানেই সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছে, সেখানে দীর্ঘ শাসন-শোষণ শেষে স্থানীয় জাতিগোষ্ঠীর আন্দোলন সংগ্রামের মুখে লেজ গুটিয়ে চলে আসার সময় রোপন করে গেছে ষড়যন্ত্রের বিষবৃক্ষ। বৃটিশরা ইচ্ছাকৃতভাবেই কাশ্মীর সমস্যার কোনো সুরাহা না করে ভারত-পাকিস্তানের মধ্যে চির বৈরিতা সৃষ্টি করে রেখেছে। প্রথম বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে দীর্ঘ দখল-দারিত্বকালে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিন ভূখণ্ডে এনে ১৯৪৮ খ্রিষ্টাব্দে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া খ্যাত ইসরাঈল রাষ্ট্রের জন্ম দিয়েছিল মূলত বৃটিশরা। যা-ই হোক, কুর্দিরা একত্র হয়ে স্বাধীনতার জন্য সংগ্রাম করতে না পারলেও বিচ্ছিন্নভাবেই তারা তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে যুগের পর যুগ। কুর্দিরা প্রধানত চারটি দেশে ভাগ হয়ে যাওয়ার পর থেকে তারা আর একক কুর্দি জাতি সত্তার পরিচয় বহন করতে পারছে না। তাদের আজ আলাদা আলাদা পরিচয়ে পরিচিত হতে হচ্ছে। যারা তুরস্কে আছে, তাদের তুর্কি কুর্দি; যারা ইরাকে আছে, তাদের ইরাকি কুর্দি; যারা ইরানে আছে, তাদের ইরানি কুর্দি ও যারা সিরিয়াতে আছে, তাদের সিরীয় কুর্দি পরিচয় নিয়ে ঘুরতে হয়।
লেখক : কলামিস্ট ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক