ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সহকারী মুফতি, মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানি মানিকনগর, ঢাকা
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : রেলওয়ে স্টেশনের পেছনে যদি রেলওয়ের অনেক জায়গা থাকে, আর রেলওয়ে স্টাফের সহযোগিতায় মাঠ ভরাট করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, সেই মাঠে ঈদের জামাত সহিহ হবে কী? অনেকে বলে থাকেন, রেলওয়ে কর্তৃপক্ষ যদি লিখিত ওয়াকফ না করে, তাহলে তাতে নামাজ শুদ্ধ হবে না। কথাটি কতটুকু শুদ্ধ?

উত্তর : সরকারি জায়গায় মসজিদ বা ঈদের মাঠ বানানোর জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি লাগবে। সরকারি অনুমতি ছাড়া সেই স্থান মসজিদ বা ঈদের মাঠ বলে সাব্যস্ত হবে না। যেহেতু সকল স্থানেই ঈদ ও অন্যান্য নামাজ পড়া জায়েজ, তাই প্রশ্নোল্লিখিত স্থানে ঈদের নামাজ সহিহ হয়ে যাবে। কিন্তু তা শরয়ি ঈদগাহ বলে ততক্ষণ সাব্যস্ত হবে না, যতক্ষণ না এত সংক্রান্ত মন্ত্রণালয় কর্তৃক বিধিবদ্ধ আইন অনুযায়ী মৌখিক বা লিখিত অনুমোদন না নেবে। ওয়াকফ হওয়ার জন্য লিখিত অনুমোদন জরুরি নয়। তবে লিখিত অনুমোদন নিয়ে নেওয়াই উচিত। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মূল মন্ত্রণালয় থেকে অনুমোদন না নিয়ে কেবল সাধারণ কর্মচারী বা অফিসারের মৌখিক অনুমোদন গ্রহণযোগ্য নয়। ঠিক একই বিধান সরকারি সকল স্থানের ক্ষেত্রে প্রযোজ্য। (রদ্দুল মুহতার : ৯/২৯১, শরহু মাজাল্লাতিল আহকামিল আদলিয়্যাহ : ১/২৬২, আল বাহরুর রায়েক : ৫/১৮৮, ফতোয়ায়ে মাহমুদিয়া : ২১/৩৩১-৩৩৭)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত