ভারতের প্রবীণ আলেম ও শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস আল্লামা কমারুদ্দিন আহমদ গৌরখপুরি ইন্তেকাল করেছেন। গত রোববার স্থানীয় সময় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। কমারুদ্দিন আহমদ ভারতের বিশিষ্ট ইসলামি স্কলার, আলেমেদীন ও হাদিসশাস্ত্রের শিক্ষক ছিলেন। তিনি ভারতের উত্তর প্রদেশের গৌরখপুর জেলার বারহালগঞ্জে ১৯৩৮ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। এহইয়াউল উলুম মোবারকপুর এবং দারুল উলুম মৌতে ??প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন। এরপর ১৯৫৪ (১৩৭৭ হিজরি) সালে দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়ে ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। তিনি প্রথমে তাসাউফ ও সুলুকের ময়দানে শাহ ওয়াসিউল্লাহ এলাহাবাদির সঙ্গে ইসলাহি সম্পর্ক স্থাপন করেন। তার মৃত্যুর পর আল্লামা আবরারুল হক হক্কির হাতে বাইয়াত গ্রহণ করেন। দীর্ঘদিন বাইয়াতে থাকার পরে তিনি তার থেকে খেলাফত লাভ করেন।
শিক্ষা সমাপ্তির পর তিনি নিজ মুরুব্বি ও উস্তাদ মাওলানা ইবরাহিম বিলয়াভির নির্দেশে মাদরাসায়ে আবদুর রব দিল্লিতে প্রায় ৮ বছর পাঠদান করেন। সেখানে তিনি সহিহ বোখারির পাঠদান করেন। দিল্লির একটি মসজিদে তখন নিয়মিত কোরআনের তাফসির করতেন। এরপর মাওলানা ইবরাহিম বিলয়াভির মাধ্যমে ১৩৮৬ হিজরি মোতাবেক ১৯৬৬ সালে দারুল উলুম দেওবন্দে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৩৯৯ হিজরি মোতাবেক ১৯৭৯ সন থেকে ধীরে ধীরে উচ্চ পদমর্যাদায় আসিন হন। তিনি দু’বার দারুল উলুম দেওবন্দের নাজেমে দারুল ইকামা ও একবার নাজেমে মজলিসে তালিমির দায়িত্ব পালন করেন।