ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বর্ষসেরা প্রভাবশালী মুসলিম

প্রতি বছরের মতো এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’। ‘দ্য মুসলিম ৫০০ : ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৪’ শীর্ষক ওই তালিকায় ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে উঠে আসা শীর্ষ ২০ জনের খোঁজ দিচ্ছেন- হামদুল্লাহ লাবীব
বর্ষসেরা প্রভাবশালী মুসলিম

১. শায়খ আল-হাবিব ওমর বিন হাফিজ : তিনি ওমানের দারুল মুস্তফার প্রতিষ্ঠাতা। এ সুফি আলেম ইয়েমেনের হাদ্রামুতে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। বয়স ৬০ বছর। তিনি একজন সুন্নি মুসলিম। আধ্যাত্মিক নেতা ও ধর্মপ্রচারক হিসেবে এ তালিকায় তার নাম জায়গা পেয়েছে।

২. সালমান বিন আবদুল আজিজ : সৌদি আরবের বর্তমান বাদশাহ ও পবিত্র দুই মসজিদের খাদেম তিনি। ১৯৩৫ সালে তিনি জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে বাদশাহ হন। বয়স ৮৮ বছর। রাজনৈতিক বিবেচনায় তিনি এ তালিকায় স্থান লাভ করেছেন। তিনি একজন মধ্যপন্থি সালাফি।

৩. আয়াতুল্লাহ হাজ সাঈদ আলি খোমেনি : প্রায় ৯ কোটি ইরানি জনগণের সর্বোচ্চ নেতা তিনি। শিয়া মতাদর্শ অনুসরণ করা এ রাজনীতিবিদের বর্তমান বয়স ৮৪। জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালে। রাজনৈতিক ও প্রশাসনিক বিবেচনায় তিনি এ বছরের তালিকায় স্থান লাভ করেছেন। ইরানি বিপ্লবের স্থপতি ও ইসলামি প্রজাতন্ত্রের প্রধান নেতা তিনি।

৪. তামিম বিন হামাদ আলে-সানি : মাত্র ৩৩ বছর বয়সে কাতারের আমির হন তিনি। জন্ম ১৯৮০ সালে। বর্তমান বয়স ৪৩ বছর। সুন্নি হাম্বলি ধারার অনুসারী তিনি। রাজনৈতিক বিবেচনায় এবারের তালিকায় স্থান লাভ করেছেন। তার তত্ত্বাবধানে ২০২২ সালে কাতার সফলভাবে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে।

৫. দ্বিতীয় আবদুল্লাহ বিন আলে হুসাইন : ৬১ বছর বয়সী জর্ডানের এ রাজা ১৯৯৯ সালে ক্ষমতায় আসীন হন। তিনি একজন বুনিয়াদি সুন্নি মুসলিম। শেষ নবী মুহাম্মদ (সা.)-এর বংশধর। পবিত্র ভূমি জেরুজালেমের অভিভাবক ও শেষ নবীর বংশধর বিবেচনায় এবারের তালিকায় স্থান পেয়েছেন।

৬. শেখ মুহাম্মদ বিন জায়েদ আন-নাহিয়ান : তিনি সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক। এ শহরকে বিশ্বের এক নম্বর নিরাপদ শহর বলা হয়। ১৯৬১ সালে জন্মগ্রহণ করা শেখ মুহাম্মদের বয়স বর্তমানে ৬২ বছর। তিনি ট্রেডিশনাল সুন্নি। প্রশাসনিক ও উন্নয়নের বিবেচনায় এবারের তালিকায় স্থান পেয়েছেন।

৭. রজব তাইয়েব এরদোয়ান : ৬৯ বছর বয়সী এ রাজনীতিবিদ তুরস্কের ১২তম রাষ্ট্রপতি। জন্মগ্রহণ করেন ১৯৬১ সালে। বুনিয়াদি সুন্নি মতাদর্শের অনুসারী এরদোয়ান। রাজনৈতিক ও গোটা মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রভাবের বিবেচনায় এবারের তালিকায় স্থান পেয়েছেন। ২০২৩ সালের তালিকায় তিনি চতুর্থ অবস্থানে ছিলেন।

৮. মুফতি মুহাম্মদ তাকি উসমানি : তিনি একজন বিচারক, ইসলামি আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ এবং তুলনামূলক ধর্মতত্ত্বের পণ্ডিত। ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। বয়স ৮০ বছর। বুনিয়াদি সুন্নি মতাদর্শের অনুসারী হানাফি এ আলেম ইসলামি জ্ঞানের ব্যুৎপত্তি ও বংশগত প্রভাবের বিবেচনায় এবারের তালিকায় স্থান পেয়েছেন।

৯. আয়াতুল্লাহ সাঈদ আলি হুসাইন আস-সিস্তানি : তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী শিয়া নেতা। ইরানি বংশোদ্ভুত এ ধর্মগুরুর বসবাস ইরাকে। শিয়াদের সর্বোচ্চ এ নেতার জন্ম ১৯৩০ সালে। বয়স ৯৩ বছর। ইসলামি জ্ঞানের ব্যুৎপত্তি ও বংশগত প্রভাবের বিবেচনায় এবারের তালিকায় তার নাম এসেছে।

১০. ষষ্ঠ মুহাম্মদ : মরক্কোর বর্তমান বাদশাহ তিনি। জন্মগ্রহণ করেন ১৯৬৩ সালে। বর্তমান বয়স ৬০ বছর। ১৯৯৯ সালে তিনি মরক্কোর ক্ষমতায় আসীন হন। তিনি শেষ নবী মুহাম্মদ (সা.)-এর বংশধর। সুন্নি মালেকি মাজহাবের অনুসারী এ ব্যক্তিত্ব রাজনৈতিক, প্রশাসনিক ও উন্নয়নের বিবেচনায় এবারের তালিকায় স্থান পেয়েছেন।

১১. শায়খ সালমান আল-আউদা : সৌদিতে জন্ম নেয়া মধ্যমপন্থি সালাফি এ আলেমের প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৩। জন্ম ১৯৫৬ সালে। বয়স ৬৮ বছর। গণমাধ্যম বিষয়ে তিনি এবারের তালিকাভুক্ত হয়েছেন।

১২. মুহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ : সৌদি আরবের বাদশাহর ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী। বিশ্বের সর্বকনিষ্ঠ প্রতিরক্ষামন্ত্রী। ১৯৮৫ সালে তিনি জন্মগ্রহণ করেন। বয়স ৩৮ বছর। রাজনৈতিক বিবেচনায় এবারের তালিকায় স্থান পেয়েছেন।

১৩. জোকো উইদোদো : বুনিয়াদি সুন্নি ধারার এ রাজনীতিক ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি। জন্মগ্রহণ করেন ১৯৬১ সালে। বয়স ৬১ বছর। রাজনৈতিক বিবেচনায় তিনি এবারের তালিকায় স্থান পেয়েছেন।

১৪. ড. আহমদ মুহাম্মদ আত-তৈয়ব : ৭৭ বছর বয়সী সুন্নি এ আলেম মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও মসজিদের খতিব। জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালে। বয়স ৭৭ বছর। মিসরের গ্র্যান্ড মুফতি তিনি। প্রশাসনিক বিবেচনায় এবার তিনি তালিকাভুক্ত হয়েছেন।

১৫. ইসমাঈল হানিয়া : হামাস সমর্থিত গাজার সাবেক প্রধানমন্ত্রী তিনি। জন্মগ্রহণ করেন ১৯৬৩ সালে। বয়স ৬১ বছর। বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতা তিনি। রাজনৈতিক বিবেচনায় তিনি এবার তালিকাভুক্ত হয়েছেন।

১৬. মাওলানা মাহমুদ মাদানি : জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি তিনি। ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। বয়স ৬০ বছর। রাজনৈতিক বিবেচনায় এবার তালিকাভুক্ত হয়েছেন। তিনি দারুল উলুম দেওবন্দ ভারতের প্রাক্তন শায়খুল হাদিস হুসাইন আহমদ মাদানির নাতি।

১৭. আনোয়ার ইবরাহিম : বুনিয়াদি সুন্নি এ মুসলিম মালয়েশিয়ার ২০তম প্রধানমন্ত্রী। ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। বয়স ৭৬ বছর। প্রভাবশালী প্রধানমন্ত্রী হিসেবে তিনি এবারের তালিকায় স্থান পেয়েছেন।

১৮. মুহাম্মদ সাদ আবু বকর : ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন তিনি। বয়স ৬৭ বছর। বুনিয়াদি সুন্নি মালেকি মাজহাবের অনুসারী এ আলেম বংশগত প্রভাব, প্রশাসন ও উন্নয়নের বিবেচনায় এবারের তালিকায় স্থান পেয়েছেন।

১৯. শায়খ আবদুল্লাহ বিন বায়াহ : ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ ও ইউএই কাউন্সিল ফর ফতোয়ার চেয়ারম্যান তিনি। জন্ম ১৯৩৫ সালে। বুনিয়াদি সুন্নি মালেকি মাজহাবের অনুসারী এ আলেম পাণ্ডিত্যের বিবেচনায় এবারের তালিকায় স্থান পেয়েছেন।

২০. ইয়াহইয়া সলিল স্তাকুফ : নদওয়াতুল উলামার নির্বাহী পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। সুন্নি এ ব্যক্তিত্ব শিক্ষা, প্রশাসন ও রাজনৈতিক বিবেচনায় এবারের তালিকাভুক্ত হয়েছেন। জন্ম ১৯৬৬ সালে। বয়স ৫৭ বছর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত