১২ দিনে ১৩ ইসরাইলি নিহত
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
নতুন বছরের শুরু থেকে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে ১৩ জন ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারী নিহত হয়েছেন।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। টাইমস অব ইসরাইল জানিয়েছে, গত ৬ জানুয়ারি পশ্চিম তীরে সংঘর্ষে ৩ জন ইসরাইলি নিহত হয়। বাকি ১১ জন বিভিন্ন অভিযানে গাজার উত্তর-পূর্বের বেইত হানুনে নিহত হয়। ওদিন বেইত হানুনে সংঘর্ষে ২ জন ইসরাইলি নিহত হয়। ৭ জানুয়ারি গাজার ওই এলাকায় আরো এক ইসরাইলি সৈন্য নিহত হয় এবং ৮ জানুয়ারি নিহত হয় তিনজন। সর্বশেষ ১১ জানুয়ারি বেইত হানুনে সংঘর্ষে ৪ জন ইসরাইলি সেনা নিহত হয় এবং আরো ৬ জন আহত হয়। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরাইলি সেনাদের সংখ্যা এখন ৪০২-এ পৌঁছেছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলার নতুন কেন্দ্রবিন্দু এখন উত্তর প্রান্ত। যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরো তীব্র করেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরাইলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অব্যাহত ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ১০ হাজার আহত হয়েছে। তবে মেডিকেল জার্নাল ল্যানসেটের গবেষণা বলছে, গাজায় নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। প্রকৃত সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত ৪০ শতাংশ বেশি। ইসরাইল বলেছে, তারা নভেম্বর পর্যন্ত প্রায় ১৮ হাজার হামাস যোদ্ধা এবং ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে আরো ১ হাজার যোদ্ধাকে হত্যা করেছে।