ঢাকা রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

প্রবাসীর মানবতার গল্প

আহমদ ইসলামাবাদী
প্রবাসীর মানবতার গল্প

প্রবাসীরা দেশের সম্পদ। দেশ থেকে হাজার মাইল দূরে গিয়ে উপার্জন করেন নিজ পরিবারের জন্য। মাথার ঘাম পায়ে ফেলে দেশের রেমিট্যান্স বাড়াতে অবদান রাখেন। সমাজ-রাষ্ট্রের সুখে-দুঃখে পাশে দাঁড়ান তারা। এমনই একজন প্রবাসী আলহাজ মোহাম্মদ ইসহাক। সৌদি আরবের পবিত্র মক্কায় থাকেন তিনি। জীবিকা নির্বাহের উদ্দেশে সৌদি আসেন ১৯৯৫ সালের এপ্রিল মাসে। প্রবাসে দীর্ঘ ৩০ বছর পেরুল তার। দীর্ঘ এ জীবনে তিনি নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। হাজিদের সেবা করেছেন। ২০২১ সালে দেশে ফিরে সামান্য একটা অপারেশন হয়। তখন এলাকার সমাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মানবসেবী এ মানুষকে দেখতে ছুটে আসেন। তারা তাকে পরামর্শ দেন, যেন নিজ এলাকার জন্য কিছু করেন।

অসুস্থ মানুষ ইসহাক পরিকল্পনা করলেন, নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াবেন সামর্থ্যানুযায়ী। দেশের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে গড়ে তুললেন ‘ফরহাদাবাদ প্রবাসী পরিষদ’। হাঁটি হাঁটি পা পা করে বর্তমানে সংগঠনটি তিন বছর পার করছে। নিজ এলাকার উন্নয়ন, গরিব-দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফেসবুকে প্রচারণা চালান তিনি। প্রবাসীরা এতে ব্যাপক সাড়া দেন। আল্লাহর ওপর ভরসা করে আলহাজ ইসহাক মানবিক কার্যক্রম শুরু করলেও বর্তমানে এর সদস্যসংখ্যা ২৯৩। প্রত্যেক সদস্য বিভিন্ন মানবিক ইস্যুতে লাখ টাকা দান করেন। এতে তিনি নিজেও সহযোগিতা করেন, অন্যান্য প্রবাসীদের আর্থিক সহযোগিতার জন্য উৎসাহ দেন।

ফরহাদাবাদ প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ ইসহাক জানান, ‘মূলত পাঁচটি লক্ষ্য-উদ্দেশ্য সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ড নিয়ে ২০২১ সালের ১০ নভেম্বর ফরহাদাবাদ প্রবাসী পরিষদ গঠিত হয়। লক্ষ্যগুলো হলো- ১. গরিব-অসহায় মানুষকে আর্থিক সেবাদান, ২. গরিব অসুস্থ রোগীকে আর্থিক সেবাদান, ৩. গরিব অসহায় মেয়ের বিয়েতে আর্থিক সেবাদান, ৪. গরিব মেধাবী শিক্ষার্থীদের ভর্তিকরণ ও শিক্ষাসামগ্রী প্রদান, ৫. দেশে অবস্থানরত অসচ্ছল প্রবাসীকে আর্থিক সেবাদান।’

তিনি আরও বলেন, এ পর্যন্ত আমরা এ সংগঠন থেকে প্রায় ৬০ লাখ টাকার বেশি অনুদান দিয়েছি। শুরু থেকে এ পর্যন্ত সব অনুদান এবং যে খাতে আমরা খরচ করেছি, সব ডকুমেন্টস সংরক্ষিত আছে। স্বচ্ছতার জন্য আমরা প্রত্যেক মাসে আয়-ব্যয়ের হিসাব গ্রুপে দিয়ে দিই; যাতে সকল সদস্য ও আল্লাহর কাছে জবাবদিহিতা থাকে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত