ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাড়ে ৪ বছর বয়সে কোরআন হিফজ

মুফতি ইমরানুল বারী সিরাজী
সাড়ে ৪ বছর বয়সে কোরআন হিফজ

মাত্র সাড়ে ৪ বছর বয়সে ১০ মাস সময়ে মায়ের কাছে কোরআন হিফজ করার এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছেন আহমাদ আবদুল্লাহ মাসুম। তার বর্তমান বয়স ৪ বছর ৬ মাস ২৯ দিন। শনিবার সকাল ৯টায় ঢাকার যাত্রাবাড়ীর মাদরাসাতু উসওয়াতি ফাতিমাহ (রা.)-এ বিস্ময়কর ঘটনাটি ঘটে। তার শিক্ষক তারই মা। যিনি তাকে অত্যন্ত যত্ন ও আন্তরিকতায় হিফজসম্পন্ন করিয়েছেন। হিফজের সময় আহমাদ কোরআনের বাংলা অর্থও শিখেছেন। যা তার প্রতিভার আরো একটি প্রমাণ। বিশ্বখ্যাত কারি ও বিচারক শায়খ আহমাদ বিন ইউসুফ আজহারির মতে, এ বয়সে হিফজ সম্পন্ন করার ঘটনা বিশ্বে বিরল। ইরান বা আলজেরিয়ায় ৫ বছর বয়সে হিফজের দৃষ্টান্ত থাকলেও আহমাদের মতো সাড়ে ৪ বছরে এ অর্জন অভূতপূর্ব। আহমাদ তার হিফজ সম্পন্ন করতে সময় নিয়েছে মাত্র ১০ মাস ১৮ দিন।

বিস্ময় শিশু আহমাদ আবদুল্লাহ মাসুমের বাবা, খ্যাতিমান টিভি উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসুম বিল্লাহ বিন রেজা বলেন, মহান রবের দরবারে কোটি কোটি কৃতজ্ঞতা, মহান রব

দয়া-মায়া করে আমার কলিজার টুকরো আহমাদকে তাঁর মহাগ্রন্থ কোরআন হিফজ করার তৌফিক দিয়েছেন। আমাদের সন্তানের এ অর্জন আমাদের জন্য শুধু গর্বের নয়, দায়িত্বেরও। আমরা চাই, আহমাদ যেন একদিন বিশ্বজুড়ে কোরআনের আলো ছড়ায় এবং মুসলিম উম্মাহর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত