আবু তাকরিম
বই : আমার দেখা ভারত
লেখক : সৈয়দ শামছুল হুদা
প্রচ্ছদ : আহমদ বোরহান
প্রকাশক : তানশির পাবলিকেশন
স্টল : ৮৬
পৃষ্ঠা : ১২০
দাম : ৩০০ টাকা
অমর একুশে গ্রন্থমেলায় জাতীয় লেখক পরিষদের সভাপতি অধ্যাপক মাওলানা ডা. সৈয়দ শামছুল হুদা তার ভারত ভ্রমণ বিষয়ক নানা অভিজ্ঞতার বিস্তৃত বিবরণ নিয়ে হাজির হয়েছেন ‘আমার দেখা ভারত’ বইয়ের মাধ্যমে। ভারতের বিভিন্ন প্রদেশ ভ্রমণ করে সেসব অঞ্চলের নানা স্মৃতি, দৃশ্যাবলির চমৎকার বর্ণনার পাশাপাশি ভারতীয় সংস্কৃতিতে মুসলমানদের প্রভাব ও বর্তমান ভারতের সাধারণ মানুষের ভাবনা তুলে এনেছেন। দার্জিলিং থেকে সিকিমের লাচুং আর সাঙ্গুলেক, শ্রীনগরের ডাললেক থেকে যমুনার তীরঘেষে প্রতিষ্ঠিত মুসলমানদের স্মৃতিবিজড়িত আগ্রার দুর্গ ও প্রেমের অমর সমাধি তাজমহল, ত্রিপুরার আগরতলা থেকে শিলংয়ের সেভেন সিস্টারস ফল, কলকাতার হাওড়া, শিয়ালদহ, ভিক্টোরিয়া পার্ক থেকে নিয়ে কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়সহ নানা জায়গার স্বপ্নিল বর্ণনা উঠে এসেছে তার লিখনীতে।
বইটিতে ভারতীয় সৌন্দর্যের স্মৃতিবিজড়িত নানা বিষয় তুলে ধরা হয়েছে। পাঠক এর মাধ্যমে মুসলমানদের হারানো ঐতিহ্যের দেশ ভারত ভ্রমণের ভিন্নরকম স্বাদ অনুভব করবেন। একদিকে প্রকৃতির নানা সৌন্দর্যের যেমন বর্ণনা রয়েছে, তেমনি ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী মানস সম্পর্কেও ধারণা দেয়া হয়েছে। কাশ্মীরের ঝিলাম নদীর পাড়ে বসে বিখ্যাত কাশ্মীরি খাদ্য ‘আজওয়ান’ খাওয়ার বর্ণনাও এসেছে। চমৎকার বাঁধাই, ঝরঝরে বর্ণনা, আকর্ষণীয় উপস্থাপনা আর ভ্রমণের নানা দিক সম্পর্কে জানতে বইটি অবশ্য পাঠ্য। ১২০ পৃষ্ঠার বইটির দাম ৩০০ টাকা। তানশির পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি একুশে বইমেলার ৮৬ নম্বর স্টলে পাওয়া যাবে।