ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সংস্থা এশিয়ান ইসলামিক কমিউনিটির উদ্যোগে ভিয়েনার ২৩নং ডিস্ট্রিক্টে লাক্সারিয়াস এটাপ সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আফগান বংশোদ্ভুত অস্ট্রিয়ান তরুণের সঞ্চালনায় ব্রিটিশ তরুণ হাফেজ সামির গাফারির কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলটি শুরু হয়। এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার এম এ হাশিমের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট বসনিয়ান বংশোদ্ভুত অস্ট্রিয়ান প্রফেসর আদিস সান্ডিস, ভিয়েনার পার্লামেন্ট মেম্বার ও ভিয়েনার মেয়র ড. মিকাইল, লুডভিগের প্রতিনিধি ইরাকি বংশোদ্ভুত অস্ট্রিয়ান ইঞ্জিনিয়ার ওমর আল রাবী, ভিয়েনাস্থ বাংলাদেশি রাষ্ট্রদূতের প্রতিনিধি তানভীর আহমেদ তরপদার।
স্বাগত বক্তব্যে ইঞ্জিনিয়ার এম এ হাশিম বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অস্ট্রিয়ায় মুসলমানদের আইনি মর্যাদা অনন্য। এশিয়ান ইসলামিক কমিউনিটির গুরুত্বপূর্ণ এ মাহফিলে আরও উপস্থিত ছিলেন টার্কিশ দূতাবাসের কনস্যুলার সেলাহাদ্দিন সেলেবি, সৌদি সরকার পরিচালিত ভিয়েনা ইসলামিক সেন্টারের ডিরেক্টর ডক্টর মফারেহ, টার্কিশদের চারটি সর্ববৃহৎ ইসলামিক কমিউনিটির সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতা; বসনিয়ান, আরবিয়ান, আলবেনিয়ান ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভিয়েনাস্থ জাতিসংঘের বিভিন্ন দপ্তরে কর্মরত মুসলিম কূটনীতিক ও বিজ্ঞানীরা। এ ছাড়া উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় বসবাসরত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যথা উইগোরিয়ান চাইনিজ, মিয়ানমার, আরাকান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান মুসলিম কমিউনিটির নেতারা।