ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সোনারং তরুছায়া বৃক্ষ উৎসব

সোনারং তরুছায়া বৃক্ষ উৎসব

বছরের শেষ দিনে ৩১ ডিসেম্বর বিকালে সোনারং তরুছায়ার আলী যাকের চত্বরে সোনারং তরুছায়া বৃক্ষ উৎসব ২০২২ খ্রি. উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে দেশ ও স্থানীয় পর্যায়ে ভূমিকা রাখা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বৃক্ষপ্রেমী, সোনারং তরুছায়ার কার্যক্রমে সহযোগী হিসেবে ভূমিকা রাখা দু’জন শুভানুধ্যায়ী, একজন ইভেন্ট পার্টনার ও একজন শিক্ষার্থী বাগানিকে সম্মাননা প্রদান করা হয়। আনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। বিভিন্ন শাখায় যারা সম্মাননা ও পুরস্কার পেয়েছেন- সোনারং তরুছায়া আজীবন সম্মাননা- বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, সোনারং তরুছায়া শ্রেষ্ঠ বাগানি সম্মাননা- আর্কিটেক্ট নভেরা গওহর, সোনারং তরুছায়া শ্রেষ্ঠ বৃক্ষপ্রেমী সম্মাননা- দেবী গাফ্ফার, সোনারং তরুছায়া শুভানুধ্যায়ী সম্মাননা- তরুণ উদ্যোক্তা ও শিক্ষানুরাগী আরিফ সিকদার, সোনারং তরুছায়া প্রবাসী শুভানুধ্যায়ী সম্মাননা- আমেরিকা প্রবাসী সংস্কৃতিজন নাসরীন রেজা, সোনারং তরুছায়া ইভেন্ট পার্টনার সম্মাননা- প্রবাসী বৃক্ষপ্রেমী ফয়সাল শরীফ, আবদুল মালেক, বেগম শামসুন নাহার, সোনারং তরুছায়া সম্মাননা- কুমিল্লা মেডিকেল কলেজের প্রভাষক বৃক্ষপ্রেমী ডা. মোহাম্মদ আবু নাঈম, সোনারং তরুছায়া সংস্কৃতি সম্মাননা- মেহেদী হাসান খান বাবু এবং শিক্ষার্থী পর্বে সোনারং তরুছায়া শ্রেষ্ঠ বাগানি পুরস্কার- পান আফসানা হক ছোঁয়া। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সোনারং তরুছায়ার শুভানুধ্যায়ী, টেঙ্গারচর ইউনিয়নের তিনবার নির্বাচিত সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওষুধ ব্যবসায়ীদের একটি সংগঠনের পরিচালক মো. শাহজাহান খানের জন্মদিন উপলক্ষে তার সৌজন্যে বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেয়া হয়। এ দিনটিতে জন্মদিন ছিল স্থানীয় ল্যান্ডোভারি হাই স্কুলের পরিচালক মো. আরিফুল ইসলামের। মো. শাহজাহান খান ও মো. আরিফুল ইসলাম তাদের জন্মদিনের শুভেচ্ছা স্মারক হিসেবে সোনারং তরুছায়ার ফুল গাছের মধ্যে প্রথম রোপণ করা শিউলি গাছের একটি চারা সৈয়দা রিজওয়ানা আপার হাতে তুলে দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক তাজু কামরুল, শুদ্ধ ধারার সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন শুভজনের প্রতিষ্ঠাতা সংস্কৃতিজন তরুণ রাসেল, হোসেন্দী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ গজারিয়া উপজেলার নেতা হুমায়ুন কবির, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ২৮ নম্বর চর বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ল্যান্ডোভারি হাইস্কুলের সহকারী শিক্ষক সাইদ সরকার, মাইনুল হাসান, পত্রিকা পরিবেশক ওসমান খান ও সাংবাদিক মো. হৃদয় হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত