মাদক, যৌন হয়রানি ও বাল্যবিয়েকে না বলে সুন্দর জীবন গড়ে মানুষের জীবনমান উন্নয়নে তরুণদের নিবেদিত থাকার আহ্বান জানান রাজধানীর গেন্ডারিয়া থানায় অবস্থিত এভারগ্রিন হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানুষ গড়ার অন্যতম কারিগর রেজাউল করিম রেজা। তিনি বলেন- মাদক, যৌন হয়রানি ও বাল্যবিয়ে এখন প্রধান সামাজিক সমস্যা, এ সমস্যার হিংস্র থাবায় অপমানের দহনে জ্বলতে থাকা অনেক তরুণী আত্মহত্যার পথ বেছে নেয়। মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এক ভয়ংকর অভিশাপ। সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে প্রকৃত মূল্যেবাধ বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান রেজাউল করিম। এ সময় নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির দপ্তর সম্পাদক আজহারুল হক ফরাজী। অতিথির বক্তব্যে আজহারুল হক ফরাজী বলেন, অসহায় ও দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার আলো পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে এভারগ্রিন হাইস্কুল। প্রতিষ্ঠানটি ধর্মীয় সঠিক জ্ঞান, শিক্ষা সফর, সুষ্ঠু সংস্কৃতি চর্চায় অপরিসীম ভূমিকা রেখে চলেছে।